জেনারেল এসির দাম

জেনারেল এসির দাম ও প্রযুক্তি

জেনারেল হচ্ছে একটি বিখ্যাত ব্রান্ড যারা দীর্ঘদিন যাবত ভালো মানের এবং বিভিন্ন দামের এয়ার কন্ডিশনার তৈরি করে আসছে। জেনারেল ব্রান্ডের এসিগুলো অনেক ভালো মানের হয়ে থাকে এবং অন্যান্য ব্রান্ডের তুলনায় এগুলোর দাম কম হয়ে থাকে।

আজ আপনাদের সাথে জেনারেল ব্রান্ডের এসি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। জেনারেল এসি কত প্রকার ও কী কী, জেনারেল ইনভার্টার এসির দাম কত টাকা, জেনারেল নন-ইনভার্টার এসির দাম কত টাকা এসব বিষয় বিস্তারিত জানতে পারবেন এখানে।

তো চলুন, জেনারেল এসির দাম কত টাকা বাংলাদেশে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

জেনারেল এসি

জেনারেল এসি একটি বিশ্ব-বিখ্যাত ব্রান্ড যারা দীর্ঘদিন যাবত টেকসই এবং বাজেট ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনার তৈরি করে আসছে। বিভিন্ন ধরনের গ্রাহকদের প্রয়োজনীয়তা এবং বাজেটের কথা মাথায় রেখে জেনারেল ব্রান্ড তাদের এসিগুলো তৈরি করে থাকে। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও তারা বিভিন্ন মডেলের এয়ার কন্ডিশনার বিক্রি করে আসছে।

জেনারেল এসি কত প্রকার কী কী

জেনারেল এসি ধরনের উপর নির্ভর করে প্রধানত ০৪ প্রকার হয়ে থাকে। এগুলো হচ্ছে

  • স্প্লিট এসি
  • উইন্ডো এসি
  • পোর্টেবল এসি এবং
  • ক্যাসেট সিলিং এসি

জেনারেল এসি কিনতে চাইলে উপরের তালিকায় উল্লেখ করে দেয়া এই ০৪ ধরনের এসি কিনতে পারবেন। এছাড়াও, প্রযুক্তিগত দিক থেকে জেনারেল এসি দুই প্রকার হয়ে থাকে। এ সম্পর্কে নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

জেনারেল এসির প্রযুক্তি

প্রযুক্তিগত দিক থেকে জেনারেল এসি প্রধানত দুই প্রকার হয়ে থাকে। প্রায় প্রতিটি ব্রান্ডের এসি প্রযুক্তিগত দিক থেকে দুই প্রকার হয়। এগুলো একটি হচ্ছে, ইনভার্টার এসি এবং অপরটি হচ্ছে নন-ইনভার্টার এসি। নিচে ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

জেনারেল এসির প্রযুক্তি
জেনারেল এসির প্রযুক্তি

 

জেনারেল ইনভার্টার এসি

জেনারেল ইনভার্টার এসি ঘরের তাপমাত্রার অনুযায়ী কমপ্রেসর এর স্পিড কমবেশি করতে পারে। এতে করে, ঘর একদম ঠান্ডা হলে কমপ্রেসর পুরোপুরি বন্ধ না করে তাপমাত্রা অনুযায়ী স্পিড কমবেশি হয়। বারবার বন্ধ করা এবং চালু করার ঝামেলা না থাকায় ইনভার্টার এসি ব্যবহারের কারণে বিদ্যুৎ বিল কম আসে।

জেনারেল ননইনভার্টার এসি

জেনারেল নন-ইনভার্টার এসির ক্ষেত্রে ঘরের তাপমাত্রা একদম কম হয়ে গেলে অফ করতে হয় এবং গরম হলে আবারও অন করতে হয়। নন-ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা বুঝতে পারেনা এবং নিজে থেকে কমপ্রেসর এর স্পিড কমাতে বা বাড়াতে পারেনা। এতে করে সর্বক্ষণ একই স্পিডে কমপ্রেসর চলার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে।

এগুলোই হচ্ছে জেনারেল ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসির মাঝে পার্থক্য।

 

  আরো জানুন ওয়ালটন এসির দাম ২০২৪

 

জেনারেল এসি কত টন কত টাকা?

জেনারেল এসির দাম ৪৮,০০০টাকা থেকে শুরু করে ১,২০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। জেনারেল ব্রান্ডের ১.৫ টন এসি, ২ টন এসি, ২.৫ টন এসি থেকে ৫ টন পর্যন্ত হয়। টন এর উপর নির্ভর করে এবং ইনভার্টার নাকি নন-ইনভার্টার তার উপর নির্ভর করে এসির দাম কমবেশি হয়।

নিচে জেনারেল ব্রান্ডের ইনভার্টার এবং নন ইনভার্টার এসির বিভিন্ন টন প্রতি কত টাকা তার একটি তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।

টন ইনভার্টার জেনারেল এসির দাম

জেনারেল ১ টন ইনভার্টার এসির দাম ৫০,০০০টাকা থেকে শুরু করে ৬০,০০০টাকা পর্যন্ত হয়ে থাকে। জেনারেল ইনভার্টার এসি ১ টন, ১.৫ টন, ২ টন এবং ২.৫ টন এর পাওয়া যায়। এর মাঝে, ১ টন একটি এসি কিনতে চাইলে এই দামের মাঝে কিনতে পারবেন।

টন ননইনভার্টার জেনারেল এসির দাম

১ টন নন-ইনভার্টার জেনারেল এসির দাম ২০,০০০টাকা থেকে শুরু করে ৪৫,০০০টাকা পর্যন্ত হয়ে থাকে। ২০,০০০থেকে ৫০,০০০টাকা বাজেট হলে জেনারেল ব্রান্ডের একটি নন-ইনভার্টার এসি কিনতে পারবেন। জেনারেল ব্রান্ডের নন-ইনভার্টার এসিগুলো অনেক ভালো মানের হয়ে থাকে। ফলে, সঠিক পদ্ধতিতে এগুলো ব্যবহার করলে দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন।

. টন ইনভার্টার জেনারেল এসির দাম

১.৫ টন ইনভার্টার জেনারেল এসির দাম ৯০,০০০টাকা থেকে শুরু করে ১ লক্ষ ১০,০০০টাকা পর্যন্ত হয়ে থাকে। জেনারেল ইনভার্টার এসিগুলো অন্যান্য ব্রান্ডের ইনভার্টার এসির তুলনায় অনেক ভালো মানের হয়ে থাকে। ইনভার্টার এসি কিনতে চাইলে জেনারেল এর একটি ১.৫ টন এসি কিনতে পারেন।

. টন ননইনভার্টার জেনারেল এসির দাম

১.৫ টন নন-ইনভার্টার জেনারেল এসির দাম ৯০,০০০টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। ১.৫ টন এসি কিনতে চান কিন্তু বাজেট একটু কম, তাহলে ইনভার্টার এসি না কিনে একটি নন-ইনভার্টার এসি কিনতে পারেন। ৯০,০০০টাকা থেকে শুরু করে ১ লাখ টাকার মাঝেই একটি নন-ইনভার্টার জেনারেল ১.৫ টোন এসি কিনতে পারবেন।

টন ইনভার্টার জেনারেল এসির দাম

২ টন জেনারেল একটি ইনভার্টার এসির দাম ১ লক্ষ ১৫,০০০টাকা থেকে শুরু করে ১ লক্ষ ২০,০০০টাকা পর্যন্ত হয়ে থাকে। ইনভার্টার এসিগুলোর দাম একটু বেশি হয়ে থাকে, কারণ এগুলো বিদ্যুৎ সাশ্রয় করে। ২ টন এর একটি ইনভার্টার এসি কিনতে চাইলে জেনারেল এসিগুলো ১,১৫,০০০ থেকে ১,২০,০০০ টাকার মাঝে কিনতে পারবেন।

টন ননইনভার্টার জেনারেল এসির দাম

২ টন নন-ইনভার্টার জেনারেল এসির দাম ৫০,০০০টাকা থেকে শুরু করে ১ লক্ষ ১০,০০০টাকা পর্যন্ত হয়ে থাকে। নন-ইনভার্টার এসিগুলোর মাঝে আবার কয়েক ধরনের এসি হয়ে থাকে যা ইতোমধ্যে উপরে উল্লেখ করে দেয়া হয়েছে। নন-ইনভার্টার একটি ২ টন এসি জেনারেল এর কিনতে চাইলে উপরোক্ত দামের মাঝেই কিনতে পারবেন।

২ টন ইনভার্টার এসির তুলনায় ২ টন নন-ইনভার্টার এসির দাম একটু কম হয়ে থাকে। তবে, ইনভার্টার এসি নন-ইনভার্টার এসির তুলনায় বিদ্যুৎ সাশ্রয় করে অনেক বেশি।

. টন ইনভার্টার জেনারেল এসির দাম

২.৫ টন ইনভার্টার জেনারেল এসির দাম ১ লক্ষ ১৮,০০০টাকা থেকে শুরু করে ১ লক্ষ ২০,০০০টাকা পর্যন্ত হয়ে থাকে। অনেক সময় ২.৫ টন এর একটি ইনভার্টার এসির দাম এর থেকেও বেশি হয়ে থাকে। জেনারেল এর একটি ইনভার্টার ২.৫ টন এসি কিনতে চাইলে এই দামের মাঝে কিনতে পারবেন।

. টন ননইনভার্টার জেনারেল এসির দাম

২.৫ টন নন-ইনভার্টার জেনারেল এসির দাম ইনভার্টার এসির তুলনায় একটু কম হয়ে থাকে। নন-ইনভার্টার একটি জেনারেল এসি কিনতে চাইলে ১ লক্ষ ১০,০০০টাকা থেকে শুরু করে ১ লক্ষ ১৫,০০০টাকার মাঝেই কিনতে পারবেন। ২.৫ টন হওয়ার কারণে জেনারেল এই এসিগুলোর দাম একটু বেশি হয়ে থাকে।

বাংলাদেশে জেনারেল এসির দাম

বাংলাদেশে জেনারেল এসির দাম ৪৩,০০০ টাকা থেকে শুরু করে ২,৫০,০০০টাকা পর্যন্ত হয়ে থাকে। জেনারেল নন-ইনভার্টার এসি এবং ইনভার্টার এসি পাওয়া যায়। নন-ইনভার্টার এসিগুলোর দাম তুলনামূলকভাবে কম হলেও ইনভার্টার এসির দাম তুলনামুলক  বেশি হয়।

ইনভার্টার প্রযুক্তির জেনারেল এসিগুলোর বিদ্যুৎ এর খরচ কম হয় এবং এগুলো আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়ে থাকে। অপরদিকে, নন-ইনভার্টার এসিগুলো বিদ্যুৎ বেশি খরচ করে জন্য এগুলোর দাম কম হয়ে থাকে। বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে জনপ্রিয় কিছু এসির মডেল ও দাম নিচে দেওয়া হয়েছে যা সহজেই দাম জেনে নিতে সাহায্য করবেঃ-

জেনারেল এসির মডেল

জেনারেল এসির দাম

General Tropical 1.5-Ton ACBDT 43,000
General ASGA24FETAHA 2-Ton Split ACBDT 95,000
General ASGA18FETA 1.5-Ton Split Air ConditionerBDT 82,990
General ASH12USCCW 1-Ton Split ACBDT 45,000
General ASGA24FMTA 2-Ton Wall Mounted ACBDT 95,990
General ASGG18CPTA-V Inverter 1.5-Ton Air ConditionerBDT 97,990
General ASGA-3FETA 2.5 Ton Split Air ConditionerBDT 111,000
General Tropical GNCT-60 5-Ton Cassette ACBDT 118,000
General ASGA18AET 1.5-Ton Split Air ConditionerBDT 85,000
General AUG54ABAS 5-Ton Ceiling ACBDT 210,000

 

  আরো জানুন গ্রী এসির দাম ২০২৪

 

শেষ কথা

আজকের এই ব্লগে আপনাদের সাথে জেনারেল এসি কত প্রকার ও কী কী, জেনারেল ইনভার্টার এসির দাম কত টাকা, জেনারেল নন-ইনভার্টার এসির দাম কত টাকা এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে জেনারেল ব্রান্ডের ১ টন এসির দাম কত টাকা, ১.৫ টন এসির দাম কত টাকা, ২ টন এসির দাম কত টাকা এবং ২.৫ টন এসির দাম কত টাকা বাংলাদেশে তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

By tech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!