আইপিএস এর কেনাকাটা

আইপিএস এর কেনাকাটা

অসহনীয় গরমে তাপের মধ্যে লোডশেডিং! একটু আরাম খুজছেন? অন্তত একটু ফ্যানের নিচে বসে এক গ্লাস ঠাণ্ডা পানি খেতে পারলে একটু হাঁফ ছেড়ে বাঁচা যাবে। এইসমস্ত ঝামেলা থেকে মুক্তির একটা উপায় আছে তা হচ্ছে আইপিএস। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে কিনতে পারেন আইপিএস বা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই । আজকে আমরা জানবো আইপিএস এর কেনাকাটা সমপর্কে যাতে সহজেই ভালো মানের একটি আইপিএস কেনা যায়।

আইপিএস কি ?

আইপিএস (IPS) এর পুর্ণ রূপ হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই (Instant Power Supply)। আইপিএস এম একটি ইকেল্ট্রিক ডিভাইস যেখানে ইনভার্টারের মাধ্যমে এসি বৈদ্যুতিক পাওয়ারকে ব্যাটারিতে রিজার্ভ করে। লোডশেডিং হলে বা হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিক ব্যাকআপ বা বিদ্যুৎ সরবরাহ করে আইপিএস।

আইপিএস কি দ্বারা তৈরি?

আইপিএস মূলত কয়েকটি উপকরনের সমন্বয়ে গঠিত হয়। এর একটি উপাদান ছাড়া একটি পূর্নাজ্ঞ আইপিএস কল্পনা করা সম্ভব না। একটি আইপিএস এর মধ্যে থাকে ব্যাটারি, ইনভার্টার এবং বৈদ্যুতিক সংযোগের জন্য বৈদ্যুতিক তার। ইনভাটার হলো এমন একটি ডিভাইস বা যন্ত্রাংশ যা মূলত এসি পাওয়ারকে ডিসিতে রুপান্তর করে ব্যাটারিতে বিদ্যুৎ জমা করে রাখে এবং তারের মাধ্যমে তা সরবরাহ করে।

আইপিএস এর প্রয়োজনীতা

বাংলাদেশের মধ্যে লোডশেডিং একটি মারাত্মক সমস্যা। এই ধরনের সমস্যা থেকে একটু শান্তি পেতে আইপিএস এর বিকল্প নেই। আইপিএস সারধানত বৈদ্যুতিক এসি পাওয়ার সাপ্লাই থেকে বিদ্যুৎ ইনভার্টারের মাধ্যমে ডিসি বিদ্যুতে রূপান্তর করে ব্যাটারিতে স্টোর করে। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বা লোডশেডিং দেখা দিলে আইপিএস তাৎক্ষণিক বিদ্যুতের সরবরাহ করে সাময়ীক সময়ের জন্য বিদ্যুতের চাহিদা পূরণ করে। প্রয়োজন অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠান, অফিস কিংবা বাসা বাড়িতেও এখন আইপিএস এর ব্যপক ব্যবহার হচ্ছে। আইপিএস দিয়ে বাতি, ফ্যান, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ ছাড়াও আরো অনেক ইকেট্রিক ডিভাইসে বিদ্যুতের সংযোগ দিয়ে কাজ করা যায়। এর ফলে কাজ করার উপরে কোন ধরনের সমস্যার সৃষ্টি হয় নাহ। বৈদ্যুতিক ডিভাইসের পরিমাণ বেশি হলে আইপিএস এর পাওয়ার ক্যাপাসিটি বেশি হতে হবে অন্যথায় আইপিএস কোন কাজে আসবে নাহ। আইপিএস এর দাম এর পাওয়ার ক্যাপাসিটির উপরে নির্ভর করে।

আইপিএস পাওয়ার বলতে কি বুঝায়?

পাওয়ার বলতে কোন বস্তুর কাজ করার ক্ষমতাকে বুঝায়। আইপিএস এর ক্ষেত্রেও এর বিকল্প নয়। এর পাওয়ার নির্ধারণ করা হয় ভোল্টেজ ও অ্যাম্পিয়ার দিয়ে অর্থাৎ VA দ্বারা। আইপিএস এর VA যত বেশি হবে এর কার্যক্ষমতা (বেশি পরিমানের ইলেকট্রিক ডিভাইসের সংযোগ) ততবেশি হবে। আইপিএস কেনার আগের আপনার চাহিদার উপরে VA বা পাওয়ার নির্বাচন করা উচিৎ।

কোন ডিভাইসের জন্য কত পাওয়ার প্রয়োজন?

ইলেকট্রিক প্রত্যেক ডিভাইসের জন্য নির্দিশট একটি পাওয়ার বা ক্ষমতা রয়েছে। যদি লোডের পাওয়ার সম্পর্কে ধারণা থাকে তাহলে কোন ডিভাইসের জন্য কত পাওয়ার প্রয়োজন এবং এর জন্য কেমন আইপিএস এর প্রয়োজন হবে তা সহজেই নির্ধারন করা যাবে। স্ট্যন্ডার্ড হিসেবে কিছু লোডের পাওয়ার সম্পর্কে ধারণা দেওয়া হ’লো, সোডিয়াম ভ্যাপার ল্যাম্প ৬০-১০০ ওয়াট, টিউব লাইট ৬০ ওয়াট, এনার্জি সেভিং লাইট ৩০ ওয়াট, টিভি ১০০ ওয়াট, কম্পিউটার ৩০০-৪৫০ ওয়াট, ল্যাপটপ ৪৫-৬০ ওয়াট, ফ্যান ৮০-১০০ ওয়াট এবং ফ্রিজ ৭০-৮০ ওয়াট এর হয়ে থাকে। উপরোক্ত পাওয়ার হিসেব করে আইপিএস এর জন্য ২০%-২৫% ফাকা রাখতে হবে তাহলে কিছু সময় বেশি চার্জের ব্যাক আপ পাওয়া যাবে এবং ব্যাটারিও দীর্ঘদীন ভাল সাপোর্ট দিবে।

গরমে আরাম পেতে কি করতে হবে জেনে নিন

আইপিএস এর প্রকারভেদ

বাংলাদেশের বাজারে দুই ধরনের আইপিএস চাহিদা রয়েছে একটি হচ্ছে বৈদ্যুতিক সিস্টেম অন্যটি হচ্ছে সোলার সিস্টেম।

বৈদ্যুতিক সিস্টেম

বৈদ্যুতিক আইপিএস সরাসরি বিদ্যুৎ থেকে চার্জ গ্রহণ করে সঞ্চয় করে এবং পরবর্তীতে বিদ্যুত না থাকলে সরবরাহ করে। এই ধরনের আইপিএস এর সাথে ইনভার্টার যুক্ত থাকে যা এসি সাপ্লাইকে ডিসি সাপ্লাইয়ে এবং ডিসি সাপ্লাই কে এসি সাপ্লাইয়ে রূপান্তর করে। বৈদ্যুতিক আইপিএস এর দাম এর পাওয়ারের উপরে নির্ভর করে পাওয়ার যত বেশি হবে আইপিএস এর দাম তত বেশি হবে। এই ধরনের একটি পরিপূর্ণ আইপিএস এর দাম ২২০০০ টাকা থেকে শুরু।

সোলার সিস্টেম

সোলার সিস্টেম আইপিএস সরাসরি সৌরশক্তিকে সোলার প্যানেলের সাহায্যে ব্যাটারিতে চার্জ স্টোর করে। এখানে কোন ধরনের এসি সবরাহের প্রয়োজন পরে না। এখানে ডিসি চার্জ গ্রহণ করে এবং ডিসি বিদ্যুৎ সরবরাহ করে। যেহেতু এর চার্জের প্রধান উৎস সূর্যের আলো তাই এটি দিনের বেলায় চার্জ গ্রহণ করে। সোলার আইপিএস এর দাম নির্ভর করে এর ব্যাটারি, ইনভার্টার ও সোলার প্যানেল এর উপরে। সোলার আইপিএস এর দাম কিছুটা বেশি হলেও এর জন্য বারতি কোন বিল এর প্রয়োজন পরে নাহ।

আইপিএস দাম এর ধারণা

700VA Digital IPS price 26,500 taka
Hamko 1000VA IPS with 200Ah Battery price 42,990 taka
1250VA Digital IPS price 33,999 taka
Luminous Neo 900W IPS Inverter price 9,500 taka
Luminous 3500VA Inverter IPS price 47500 taka
Microtek 800VA IPS Inverter price 11,500 taka
Luminous Optimus 1250W invweter 11000 taka
Luminous 900VA Home IPS price 10,000 taka
Luminous 1050 IPS Inverter Machine price 10,500 taka

বিঃদ্রঃ উপরোক্ত আইপিএস এর দাম এর ধারণা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। কেনার আগে অবশ্যই জেনে বুঝে চেক করে কিনবেন।

By tech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!