রেডমি নোট ১৩ এর দাম

রেডমি নোট ১৩ || রেডমি নোট 13 বাংলাদেশ প্রাইস

রেডমি নোট ১৩ হল শাওমি ব্র্যান্ডের নোট সিরিজের সবচেয়ে লেটেস্ট মডেলের ফোন যা গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বাজারে আসে। বর্তমান বাংলাদেশের বাজারে শাওমি ব্র্যান্ডের রেডমি নোট ১৩ মোবাইল ফোন বেশ জনপ্রিয় হয়েছে। কি আছে এই ফোনের মধ্যে?  কেন এতো জনপ্রিয়তা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

 

Redmi Note 13 এর মূল ফিচার গুলো  হচ্ছেঃ-

  • 1080×2400 রেজোলিউশন এর 6.67-ইঞ্চি IPS LCD ডিসপ্লে
  • মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর
  • 6GB, 8GB, বা 12GB RAM
  • 128GB, 256GB, বা 512GB স্টোরেজ
  • 50MP প্রধান ক্যামেরা, 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা৷
  • 8MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা
  • 5000mAh শক্তিশালী ব্যাটারি সাথে 33W দ্রুত চার্জিং চার্জার
  • IP53 স্প্ল্যাশ প্রতিরোধী

 

রেডমি নো ১৩ এর সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হ’ল

স্টাইলিশ ডিজাইন: এই ফোনটির ডিজাইন করা হয়েছে তরুণ প্রজন্মের পছন্দের কথা মাথায় রেখে। রেডমি নোট ১৩ ফোনটির ডিজাইনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এই ফোনটি একইসাথে লাইটওয়েট এবং টেকসই যা এই ফোনটির অন্যতম বৈশিষ্ট্য।

সেরা পারফরম্যান্স: রেডমি নোট ১৩ ফোনটিতে রয়েছে উন্নত প্রযুক্তির মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপ সেট এবং অক্টাকোর প্রসেসর রয়েছে  যার ফলে এই ফোনটি লাখ দীর্ঘ সময় ভালো পারফর্মেন্স দিয়ে যেতে পারে।

স্মার্ট নেটওয়ার্ক ফিচার: রেডমি নোট ১৩ ফোনটিতে রয়েছে HSPA, LTE-A, 5G টেকনোলজি যার ফলে এই ফোনটি চালিয়ে আপনি খুব সহজে দেশের যেকোনো প্রান্ত থেকে শক্তিশালী নেটওয়ার্কের সুবিধা গ্রহণ করতে পারবেন।

ডিসপ্লে কোয়ালিটি: রেডমি নোট ১৩ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এর নিরাপত্তার জন্য  রয়েছে গরিলা গ্লাস ৫ সংযুক্ত  এমোল্ড ডিসপ্লে সিস্টেম যা নোট ১৩ সিরিজের মোবাইল ফোন এর সবচেয়ে লেটেস্ট আপডেট।

ক্যামেরা কোয়ালিটি শাওমি রেডমি কোম্পানির সবচেয়ে আলোচিত বিষয় হল তাদের ক্যামেরা কোয়ালিটি। অল্প টাকার মধ্যে বেস্ট ক্যামেরার মোবাইল ফোনের সমাধান। বিশেষ করে রেডমি নোট ১৩ ফোনটিতে রয়েছে ১০৮, ৮ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপেল ব্যাক ক্যামেরা এছাড়াও এই ফোনটিতে রয়েছে ১৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

সেরা সেন্সর ফিচার: রেডমি নোট ১৩ ফোনটিতে রয়েছে সবচেয়ে লেটেস্ট মডেলের ফিংগারপ্রিন্ট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর যা এই ফোনটিকে আরও সেফ এবং ইউজার ফ্রেন্ডলি করে তুলেছে।

ব্যাটারি ব্যাকআপ: রেডমি নোট ১৩ ফোনটিতে রয়েছে ৫০০০ মিলিএম্পের শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম যার ফলে এই ফোনটি আপনি লম্বা সময় ধরে কোন রকম অসুবিধা ছাড়াই চালাতে পারবেন এবং খুব অল্প সময় চার্জি দিতে পারবেন।

কালার ভ্যারিয়েন্ট: রেডমি নোট ১৩ ফোনটি সাদা, আকাশি এবং কালো রঙের ভ্যারিয়েন্টে এভেইলএবেল আছে।

স্টোরেজ স্পেস: রেডমি নোট ১৩ ফোনটিতে বাংলাদেশের স্মার্টফোন বাজারে ৪ টি  ভ্যারিয়েন্টে এভেইলএবেল আছে একটি হল ৬/১২৮ জিবি,  ৮/১২৮ জিবি, ৮/২৫৬ জিবি এবং ১২/৫১২ জিবি।

 

রেডমি নোট ১৩ এর দাম কত?

বাংলাদেশের মধ্যে রেডমি নোট ১৩ এর দাম ভিন্ন ভ্যারিয়েন্টে অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মধ্যে রেডমি নোট ১৩ এর দাম ২৩৪৯৯ টাকা থেকে শুরু করে  ৩১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।  ভ্যারিয়েন্টে অনুযায়ী রেডমি নোট ১৩ এর দাম হচ্ছে ঃ-

  1. চায়না ভেরিয়েন্টের জন্য 6GB/128GB রেডমি নোট ১৩ এর দাম BDT 23,499 টাকা
  2. 8GB/128GB রেডমি নোট ১৩ এর দাম BDT প্রায় 26,000 থেকে 27,000 টাকা
  3. 8GB/256GB রেডমি নোট ১৩ এর দাম 28,000 থেকে 29,000 টাকা
  4. 12GB/256GB রেডমি নোট ১৩ এর দাম প্রায় 30,000 থেকে 31,000 টাকা

 

বি:দ্র: বাংলাদেশের সব স্মার্টফোনের দোকানে এই ফোনটির মূল্য এক নয়, কোথাও একটু কম বেশি হতে পারে। অনলাইনে সার্চ করে বাংলাদেশের মধ্যে রেডমি নোট ১৩ এর দাম  ভ্যারিয়ান্ট অনুযায়ী জেনে নিয়ে ক্রয় করার অনুরোধ করা হ’ল।

 

By tech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!