চার্জার ফ্যান এর দাম

রিচার্জেবল ফ্যান। চার্জার ফ্যান এর দাম ২০২৪

তীব্র গরমে অতিস্ট হয়ে গেছেন? লোডশেডিং এর মাত্রা বেড়ে যাওয়ার কারণে ঠিকভাবে কোনো কাজ করতে পারছেন না? একটি ভালো মানের চার্জার ফ্যান থাকলে গরমের জ্বালা থেকে মুক্তি পাবেন এবং ঠান্ডা মেজাজে সব কাজ করতে পারবেন।

গরম আসলে আমাদের দেশে লোডশেডিং এর মাত্রা অনেকগুনে বেড়ে যায়। একারণে, গরমের সময় প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। বাসায় ছোট বাচ্চা কিংবা বৃদ্ধ মানুষ থাকলে তাদের সমস্যা হয় সবথেকে বেশি। বিদ্যুৎ না থাকলে তো ফ্যান চলবে না। ফ্যান না চললে বারবার গোসল করেও গরমে কুল পাওয়া যায়না। এই সমস্যা থেকে উত্তরণের একটি মাত্র পথ রয়েছে। তা হচ্ছে একটি Charger Fan ব্যবহার করা।

চার্জার ফ্যান থাকলে বিদ্যুৎ থাকা অবস্থায় এটি চার্জ করে রাখা যায় এবং বিদ্যুৎ চলে গেলে অনেক সময় যাবত এটি ব্যবহার করা যায়। তাই, আপনার এলাকায় যদি লোডশেডিং এর সমস্যা অধিক হয়ে থাকে একটি গরমের জ্বালা থেকে বাঁচতে চান, তাহলে একটি চার্জার ফ্যান কিনে ফেলুন। এই পোস্টটি সম্পূর্ণ পড়লে বাংলাদেশের বিভিন্ন ভালো মানের Rechargeable Fan এবং চার্জার ফ্যানের দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

চার্জার ফ্যান এর দাম ২০২৪

একটি ভালো মানের চার্জার ফ্যানের দাম ২ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি কোন কোম্পানির চার্জার ফ্যান কিনবেন এবং এই চার্জার ফ্যানের চার্জ ব্যাকআপ কতক্ষণ থাকবে তার উপর নির্ভর করে চার্জার ফ্যানের দাম নির্ধারিত হয়ে থাকে। চার্জার ফ্যানগুলোর দাম সাধারণত ২ হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে। এরপর, যত বেশি ব্যাকআপ লাগবে তত বেশি দাম হবে।

চার্জার ফ্যানগুলো সুবিধা হচ্ছে এগুলো কারেন্ট না থাকলেও ব্যবহার করা যায়। লোডশেডিং এর সমস্যা অতিরিক্ত হলে একটি চার্জার ফ্যান কিনতে পারেন। আমাদের দেশে গ্রীষ্মকাল এলেই লোডশেডিং এর মাত্রা বেড়ে যায়। এরপর, গরমে অতিস্ট হয়ে কোনো কাজ ঠিকভাবে করা সম্ভব হয়না। এছাড়াও, গরম বেশি হলে অনেক সময় চার্জার ফ্যান, ব্যাটারির দাম, ফ্যানের দাম বৃদ্ধি করে দেয়া হয়।

তাই, গরম পড়ার আগেই একটি চার্জার ফ্যান কিনতে পারেন। নিচে বিভিন্ন কোম্পানির চার্জার ফ্যান এর দাম কত টাকা এবং এসব চার্জার ফ্যানের বিভিন্ন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো চলুন, আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

 

এয়ার কুলারের দাম ও ধরণ

 

ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত টাকা

ওয়ালটন চার্জার ফ্যান এর দাম সাধারণত ২ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। একটি ভালো মানের ওয়ালটন চার্জার ফ্যান কিনতে চাইলে ৫ হাজার টাকার মতো লাগবে। চার্জার ফ্যান মূলত কেনা হয় কারেন্ট না থাকলে যেন গরমের মাঝে ফ্যানের বাতাস পাওয়া যায়। ঠিক একারণেই চার্জার ফ্যান কেনার সময় বেশি ব্যাকআপ দিতে সক্ষম এমন ফ্যান কিনতে হবে।

২ হাজার টাকা দামের যেসব চার্জার ফ্যান রয়েছে, এসব ফ্যান ব্যাটারি ব্যাকআপ তত বেশি থাকেনা। আবার, আপনি যত বেশি দাম বাড়াবেন, ব্যাটারি ব্যাকআপ তত বেশি পাবেন। এছাড়াও, ফ্যানের বিল্ড কোয়ালিটি এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে ফ্যানের দাম কমবেশি হয়ে থাকে। কোম্পানি ভেদেও চার্জার ফ্যানের দামের মাঝে পার্থক্য হয়ে থাকে।

ওয়ালটন চার্জার ফ্যান

 

নিচে কয়েকটি ওয়ালটন রিচার্জেবল ফ্যানের নাম এবং চার্জার ফ্যান এর দাম উল্লেখ করে দেয়া হয়েছে

  • ওয়ালটন  WRPF06A (06″) — দাম — ১৭৯০ টাকা
  • ওয়ালটন WRTF9A (09″) — দাম — ২৩৯০ টাকা
  • ওয়ালটন WRTF12B (12″) — দাম — ৩৯৯০ টাকা
  • ওয়ালটন WRTF14B (14″) — দাম — ৪৩৯০ টাকা
  • ওয়ালটন WRTF12A (12″) — দাম — ৪০৯০ টাকা
  • ওয়ালটন WRTF14A (14″) — দাম — ৪৪৯০ টাকা
  • ওয়ালটন WRSF16A-PBC (16″) — দাম — ৬৫৯০ টাকা
  • ওয়ালটন W17OA-AS (17″) — দাম — ৬৬৯০ টাকা
  • ওয়ালটন W17OA-MS (17″) — দাম — ৬২৯০ টাকা
  • ওয়ালটন W17OA-EM-MS (17″) — দাম — ৫৯৯০ টাকা

২ হাজার টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকার মাঝে ওয়ালটন এর রিচার্জেবল ফ্যান কিনতে পারবেন। ওয়ালটন রিচার্জেবল ফ্যানগুলোর দাম এসব ফ্যানের ব্যাটারি ব্যাকআপ এর উপর নির্ভর করে হয়ে থাকে। তাই, যত বেশি ব্যাটারি ব্যাকআপ চাইবেন, তত বেশি দাম পড়বে।

ভিশন চার্জার ফ্যান এর দাম কত টাকা

বাজারে ভিশন ব্র্যান্ডের বিভিন্ন ধরণের চার্জার ফ্যান পাওয়া যায়। এগুলো দ্রুত চার্জ হয় এবং অল্প বিদ্যুৎ খরচ করে। ৫ থেকে ৫৫ ওয়াট ক্ষমতার ফ্যান পাওয়া যায়। পরিবেশবান্ধব এই ফ্যানগুলো বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করে। এছাড়া, বিদ্যুৎ না থাকা অবস্থায় এই ফ্যানগুলো ব্যবহার করতে পারবেন।

৩০০০ থেকে ৩৫০০ টাকায় ভালো মানের ভিশন চার্জার ফ্যান কিনতে পারবেন। দাম সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আপনার এলাকার যেকোনো ইলেক্ট্রনিক্স এর দোকান থেকে কিংবা অনলাইন থেকেও ভিশন চার্জার ফ্যান কিনতে পারবেন।

ভিশন রিচার্জেবল ফ্যানের দাম কত টাকা তার একটি তালিকা উল্লেখ করে দেয়া হলো

  • VISION River Wind Table Fan 16X Knife Orange — দাম — ১৮২৭ টাকা
  • VISION Table Fan 16XKnife Green — দাম — ২২২৫ টাকা
  • Vision DC Table Fan -12″ — দাম — ১৬৬৫ টাকা
  • VISION DC CAR FAN 8” — দাম — ৯৯০ টাকা
  • VIS Portable Pocket Fan — দাম — ৪০৩ টাকা
  • VISION Rechargeable Table Fan 12″ White — দাম — ৩৯৯০ টাকা

ভিশন কোম্পানির চার্জার ফ্যানগুলো কিনতে চাইলে উপরে উল্লেখ করে দেয়া মডেলের রিচার্জেবল ফ্যানগুলো কিনতে পারেন। এই ফ্যানগুলো যেকোনো ইলেক্ট্রনিক্স এর দোকান থেকে কিংবা অনলাইনে অর্ডার করতে পারবেন। ভিশন এর নিজস্ব ওয়েবসাইট থেকেও ফ্যানগুলো অর্ডার করতে পারেন।

ভিশন চার্জার ফ্যান

 

ক্লিক চার্জার ফ্যান এর দাম কত টাকা

ক্লিক এর ইলেক্ট্রনিক্স পণ্যের চাহিদা আমাদের দেশে অনেক বেশি। ক্লিক চার্জার ফ্যানের দাম সাধারণত ১২০০ টাকা থেকে ৫ হাজার টাকা হয়ে থাকে। গরমের জ্বালা থেকে বাঁচতে এবং বেশি সময় যাবত ব্যাটারি ব্যাকআপ পেতে ক্লিক এর একটি রিচার্জেবল ফ্যান কিনতে পারেন। ক্লিক টেবিল ফ্যানগুলোর দাম কত টাকা তা নিচের তালিকা থেকে জানতে পারবেন।

  • Click Cyclone Fan-Blue 807847 — দাম — ১২২৫ টাকা
  • Click Rech. Table Fan-12”(Blue)-USB Charger 900642 — দাম — ৪২০০ টাকা
  • Click Rech. Table Fan-14”(Blue)-USB Charger 900643 — দাম — ৫০০০ টাকা

১২০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকার মাঝেই ক্লিক রিচার্জেবল টেবিল ফ্যান কিনতে পারবেন। এই ফ্যানগুলো একবার চার্জ দিলে লোডশেডিং এর সময় অনেকক্ষণ যাবত ব্যাকআপ দিয়ে থাকে।

BRB চার্জার ফ্যান

ভালো মানের এবং বেশি সময় যাবত ব্যাটারি ব্যাকআপ চাইলে BRB (বিআরবি) Cables এর একটি চার্জার ফ্যান কিনতে পারেন। অল্প দামের মাঝে একটি ভালো মানের চার্জার ফ্যান কিনলে লোডশেডিং এর সময় অনেক সময় যাবত ফ্যানটি ব্যবহার করতে পারবেন এবং এই ফ্যানগুলো চার্জ অনেক দ্রুত হয়।

তাই, অল্প সময়ের মাঝে চার্জ হবে এবং বেশি সময় যাবত ব্যবহার করা যাবে এমন একটি রিচার্জেবল চার্জার ফ্যান কিনতে চাইলে BRB Rechargeable Fan কিনতে পারেন।

মিনি চার্জার ফ্যান দাম কত টাকা

একটি মিনি চার্জার ফ্যানের দাম সাধারণত ৪০০ টাকা থেকে ১ হাজার টাকার মাঝেই হয়ে থাকে। মিনি চার্জার ফ্যানের মাঝে হয়ে থাকে। মিনি চার্জার ফ্যান গুলো হাতে করে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, এগুলো অনেক সময় পকেটে রাখা যায়। আপনার যদি ছোট একটি চার্জার ফ্যান লাগে যা অল্প কিছু সময় ব্যাকআপ দিলেই হবে, তাহলে ৪০০ টাকা থেকে ১ হাজার টাকার মাঝে একটি মিনি রিচার্জেবল ফ্যান কিনতে পারেন।

চার্জার ফ্যান কোনটা ভালো

যে চার্জার ফ্যানের দাম বেশি, সেই চার্জার ফ্যান ভালো। কারণ, চার্জার ফ্যানগুলো বেশি দামের হলে সেগুলো থেকে বেশি সময় যাবত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তুলনামুলকভাবে, অল্প দামের রিচার্জেবল ফ্যানগুলো থেকে অল্প সময় ব্যাকআপ পাওয়া যায়। লোডশেডিং এর সমস্যা হলে অনেক সময় কয়েক ঘণ্টা থেকে একদিন পর্যন্ত কোনো কোনো এলাকায় বিদ্যুৎ থাকেনা।

তাই, একটি ভালো মানের চার্জার ফ্যান কিনতে চাইলে একটু বেশি দাম দিয়ে কেনার চেষ্টা করবেন। এছাড়া, ওয়ালটন চার্জার ফ্যান কিংবা ভিশন চার্জার ফ্যান কিনতে পারেন। ক্লিক এর রিচার্জেবল চার্জার ফ্যানগুলোও অনেক ভালো। একটু বেশি দাম দিয়ে এই কোম্পানির চার্জার ফ্যানগুলো কিনতে পারেন। এতে করে অধিক সময় ব্যাকআপ পাবেন যা গ্রীষ্মকালে অনেক কাজে আসবে।

শেষ কথা

এতক্ষণ যাবত চার্জার ফ্যানের দাম কত টাকা এবং বিভিন্ন কোম্পানির রিচার্জেবল ফ্যানের দাম কত টাকা তা নিয়ে আলোচনা করেছি। শুরু থেকে শেষ অব্দি পড়লে বিভিন্ন প্রকার চার্জার ফ্যানের দাম সম্পর্কে ধারণা পাবেন।

 

By tech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!