জনপ্রিয় ৫ ধরনের রুম হীটার

জনপ্রিয় ৫ ধরনের রুম হীটার

শরতের সকালে হালকা হালকা ঠান্ডার আমেজ ই জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। আজকাল ফ্ল‍্যাট কিংবা বাসা-বাড়িতে সবার বাসায় এসি থাকলেও, অভাব পরে একটা ভালো মানের হীটারের। কনকনে ঠান্ডায় ঘর গরম রাখতে হীটারের জুড়ি নেই। আবার যাদের বাসায় প্রায়শই এমন লোকজন রয়েছে যাদের অল্প ঠান্ডাতেই সর্দি কাশিতে আক্রান্ত হবার ইতিহাস আছে তাদের জন‍্যে তো একটি মানসম্মত হীটার ঔষধের মতো কাজ করে থাকে। কিন্তু, বাজারে এতো এতো মডেলের হীটার থেকে ঠিক কি ধরনের হীটার কিনবেন, কোথায় পাবেন এসব নিয়ে প্রায়শই বিড়ম্বনায় পরতে হয়, তাই আজকের লেখায় আমরা কিছু নামিদামী ব্র‍্যান্ডের হীটার এর ধরন, দাম ও হীটারের বিশেষ কার্যকারিতা ও সুবিধাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করবো, চলুন শুরু করা যাক।

 

হীটারের ধরণ/প্রকারভেদ

আসছে শীতে ঘর গরম রাখতে বেছে নিতে পারেন এই ৫ টি রুম হীটার, এগুলো যেমন দামে কম তেমনি কাজও করে দুর্দান্ত গতিতে জনপ্রিয় ৫ ধরনের রুম হীটার সম্পর্কে জেনে নেওয়া যাক।

 

১. মিনি রুম কমফোর্টার 

জনপ্রিয় ৫ ধরনের রুম হিটারের মধ্যে মিনি রুম কমফোর্টার হিসেবে পরিচিত হীটারগুলো আজকাল বেশ জনপ্রিয়। ভিশন, ওয়ালটন, তোশিবা ইত‍্যাদি ব্র‍্যান্ডের অনেক রকমের হীটার রয়েছে। এগুলোর বৈদ‍্যুতিক ক্ষমতা ২২০ ভোল্ট, হিটিং ক্ষমতা ১০০০-২০০০ ওয়াট। এগুলোতে সাধারণত অটো এডজাস্টমেন্ট, সেফটি টিপস ও ওভার হিটিং প্রটেকশন দেওয়া থাকে। এগুলোর দাম পরবে হাজার পনেরশ থেকে দুই হাজারের মধ‍্যে।

 

২. কুলিং এডজাস্টেড ফ‍্যান হীটার

কম দামের রুম হিটারের মধ‍্যে কুলিং এডজাস্টেড ফ‍্যান হীটার বেশ উপযোগী। এ ধরনের হীটার গরমকালেও এসির বিকল্প হিসেবে ব‍্যবহার করা যায়। এই ধরনের রুম হীটারে দাম সাধারণত ১৬০০ থেকে ১৮০০ টাকার মধ‍্যে হয়ে থাকে। নামিদামি ব্র‍্যান্ডের মধ‍্যে তোশিবা, সিঙ্গার, রেঙ্গস, নোভা ইত‍্যাদি এর হীটারগুলো মানের দিক থেকে বেশ ভালো।

 

৩. ওয়েল কলাম বা ওয়েল রেডিয়েটর হীটার

বেডরুকে গরম রাখতে ওয়েল কলম হীটার একটি উৎকৃষ্ট মানের হীটার। এ ধরনের হীটার এ যন্ত্রাংশের মধ‍্যে থাকা ওয়েলের মাধ‍্যমেই হীটার তাপ উৎপাদন করে এবং ঘর গরম রাখে। এরসাথে থাকা অটো সুইচবোর্ডের কারণে আপনি ঘুমোতে যাবার আগে হীটার অফ করে ঘুমোতে যেতে পারবেন এবং সারারাত আপনার ঘর থাকবে একেবারে টোস্টারের মতো গরম। ওয়েল রেডিয়েট হীটারের দাম ৩০০০ থেকে ৩৫০০ টাকার এর মধ‍্যে।

 

৪. বৈদ‍্যুতিক হীটার/ইলেকট্রিক রুম হীটার

জনপ্রিয় ৫ ধরনের রুম হিটারে মধ্যে অন্যতম একটি রুম হিটার হচ্ছে ইলেকট্রিক রুম হীটার। বৈদ‍্যুতিক হীটার সাধারণত বিদ‍্যুৎ সংযোগের মাধ‍্যমে পরিচালিত হয়ে থাকে। এ ধরনের হীটার কখনো চার্জিং সিস্টেমে বা ডাইরেক্ট ইলেকট্রিক কানেকটেড ক‍্যাবল এর মাধ‍্যমে প্রস্তুত করা হয়ে থাকে। বৈদ‍্যুতিক রুম হীটারের দাম একটু বেশি (৪০০০-৪,৫০০ টাকা) হলেও ইলেকট্রিক রুম হীটার খুবই টেকসই হয়ে থাকে।

 

৫. ইনফ্রারেড হীটার বা ল‍্যাম্প হীটার

দেখতে ছোট আকারের টেবিল ল‍্যাম্প এর মতো হওয়ায় অনেকেই এটিকে ল‍্যাম্প হীটার বা ইনফ্রারেড হীটার বলে থাকেন। এই ধরনের হীটারের মধ‍্যে থাকা ইলেকট্রোম‍্যাগনেটিক রেডিয়েটর এর মাধ‍্যমে আপনি আপনার কক্ষের তাপমাত্রা কম থেকে বেশি আবার বেশি থেকে কম যে কোন তাপমায়ই সহজেই পরিবর্তন করতে পারবেন। এই যন্ত্রের ইলেকট্রম‍্যাগনেটিক রেডিয়েটরের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ‍্য ৬০ ন‍্যানোমিটার থেকে ১ মিটার। আর এই হীটারের মধ‍্যে সংযোগ বা চার্জের জন‍্যে কোন আলাদা মাধ‍্যমেরও প্রয়োজন নেই।

 

স্মার্ট গেট লক ইন্সটালেশন টিপস এর টিপস সম্পর্কে জানুন

 

যে সকল কাজে হীটারের প্রয়োজন

  • শীতে রুমকে অতিরিক্ত ঠান্ডা হওয়া থেকে রক্ষা করা ও রুমকে উষ্ণ রাখা।
  • পানি গরম করার জন‍্যে হীটার একটি উপযোগী যন্ত্র।
  • বাথরুমে অটোমেটিক হট এন্ড কোল্ড ওয়াটার সিস্টেমেটিক ফাংশনে সাধারণত হীটার ই ব‍্যবহৃত হয়ে থাকে।
  • কোন দুর্গম এলাকায় ক‍্যাম্পেইন অথবা পিকনিকে পানি গরম করতে ও তাঁবুর ভেতরে তাপমাত্রা গরম রাখতে।
  • শিশুদের ঘরে অতিরিক্ত ঠান্ডা হাওয়ার অনুপ্রবেশ রহিত করতে।

 

রুম হীটার ব‍্যবহারের সুবিধা সমূহ: 

  • ঘরে একটি হীটার থাকা মানে শীতকালে আপনি গরম পানি করা থেকে শুরু করে ঘরকে অতিরিক্ত ঠান্ডা হওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারবেন।
  • এটি অন‍্যসব বৈদ‍্যুতিক যন্ত্রপাতির মতো ব‍্যয়বহুল নয়।
  • সহজেই যে কোন জায়গায় বহন করা যায়।
  • একবার ঘর গরম হয়ে গেলে আপনি এটিকে বন্ধ করে দিতে পারবেন। ফলে বলাই যায়, এটি অনেকটাই বিদ‍্যুৎ সাশ্রয়ী।
  • শীতকালে যেসব বাড়িতে নবজাতক শিশু রয়েছে এবং ঘন্টায় ঘন্টায় গরম পানি, খাবার গরম করতে হয় তাদের জন‍্যে হীটার খুবই উপকারি। কেননা, এটি আপনার ঘর গরমের পাশাপাশি খাবার ও পানি গরম করতেও সহায়তা করে থাকে।

 

হীটার ব‍্যবহারের ভালো দিক থাকলেও এটি ব‍্যবহারে হতে হবে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ঘরের যে প্রান্তে হীটার রাখবে সেখানে যাতে আপনার শিশু এবং পালিত পশুর আনাগোনা না থাকে তা নিশ্চিত করবেন। আর শর্ট সার্কিট বা যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে রুম হীটারের জন‍্যে আলাদা বৈদ‍্যুতিক বোর্ড ব‍্যবহার করাই উত্তম।

 

By tech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!