এয়ার কুলারের দাম ও ধরণ

এয়ার কুলারের দাম ও ধরণ

এই গ্রীষ্মকালে আপনার বাসার সবথেকে প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্সে বা ইলেক্ট্রিক ডিভাইস হতে পারে এয়ার কুলার বা এয়ার কন্ডিশনার। মূলত গ্রীষ্মের দাবদাহ থেকে নিজের শরীরকে একটু আরাম দিতেই এই ব্যবস্থা করতে হয়। এয়ার কুলারের দাম (air cooler price) কম হওয়ায় এর চাহিদা দিনে দিনে বেশি হচ্ছে। বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এয়ার কুলার পাওয়া যায়। এছাড়াও কিছু কিছু এয়ার কুলার পাওয়া যায় চায়না ব্র্যান্ডের। এই ধরনের এয়ার কুলারের দাম ও ধরণ ব্র্যান্ড এয়ার কুলারের চেয়ে কিছুটা কম হয়। এয়ার কন্ডিশনারের দাম এর চেয়ে এয়ার কুলারের দাম অনেক গুনে কম হয়।  আজকে আমরা এয়ার কুলারের দাম ও ধরণ সম্পর্কে জানার চেষ্টা করবো।

এয়ার কুলার কি?

এয়ার কুলার হচ্ছে একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা বাতাসের সাথে পানি সরবরাহ করে ঘরকে ঠান্ডা করতে সাহায্য করে।

এয়ার কুলারের ধরন

বর্তমান বাজারে প্রধানত চার ধরনের এয়ার কুলার দেখতে পাওয়া যায়। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী পছন্দের এয়ার কুলারটি সংগ্রহ করতে পারবেন। এই চার ধরনের এয়ার কুলার হচ্ছেঃ-

  1. পার্সোনাল এয়ার কুলার
  2. টাওয়ার এয়ার কুলার
  3. ইউন্ডো এয়ার কুলার
  4. ডেসার্ট এয়ার কুলার

পার্সোনাল এয়ার কুলার বা ব্যক্তিগত এয়ার কুলার

গ্রীষ্মের সময়ে বাসা-বাড়িতে প্রতিদিনই পার্সোনাল এয়ার কুলার ব্যবহার হয়। পার্সোনাল এয়ার কুলার মূলত পোর্টেবল টাইপের হয়ে হয়ে থাকে এটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়। ছোট স্থানের জন্য এই ধরনের এয়ার কুলার নির্বাচন করা উচিৎ কারণ পার্সোনাল এয়ার কুলার ছোট জায়গায় ব্যবহারের জন্য ডিজাইন করে তৈরি করা হয়। এই কুলার ব্যবহারে বিদ্যুৎ অপচয় একেবারেই কম হয়। পার্সোনাল এয়ার কুলার বা ব্যক্তিগত এয়ার কুলারের দাম তুলনামূলক অনেক কম। কুলারের দাম ৭৫০ টাকা থেকে শুরু।

টাওয়ার এয়ার কুলার

এয়ার কুলার দেখতে কিছুটা টাওয়ারের মতো লম্বা বিধায় এ ধরনের কুলারকে টাওয়ার কুলার বলা হয়। বেশি জায়গা ঠান্ডা করার প্রয়োজন হলে টাওয়ার এয়ার কুলার ব্যবহার কয়া উত্তম। এর আকৃতি লম্বা হওয়ায় এটি অল্প সময়ের মধ্যে অনেক জায়গা ঠান্ডা করতে সক্ষম। ব্যাক্তিগতভাবে ব্যবহারের জন্যও এই ধরনের এয়ার কুলার ব্যবহার করা যায়। বিশেষ করে মাঝারী টাইপের ঘরের জন্য টাওয়ার এয়ার কুলারকে আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। এটি যেহেতু অনেক জায়গা ঠান্ডা করতে পারে তাই টাওয়ার এয়ার কুলারের দাম কিছুটা বেশি হয়। এর দাম নির্ভর করে কুলারের ট্যাঙ্ক ক্যাপাসিটির উপরে।

উইন্ডো এয়ার কুলার

উইন্ডো এয়ার কুলার সাধারণত ঘরের ঘরের জানালার স্থানে রেখে বা এর স্থানে স্থাপন করতে হয় ফলে এয়ার কুলারের বডি ঘরের বাহিরে থাকে এবং যে অংশ দিয়ে ঠান্ডা বাতাস সরবরাহ করে সে অংশ ঘরের ভিতরে থাকে। সাধারণ ব্যবহারের জন্য উইন্ডো এয়ার কুলারকে সর্বোচ্চ পারফর্মেন্স সম্পন্ন কুলার হিসেবে বিবেচনা করা হয়। এর পারফর্মেন্স বেশি হলেও বিদ্যুৎ খরচ অনেক সাশ্রয়ী। উইন্ডো এয়ার কুলারের দাম টাওয়ার এয়ার কুলারের দাম এর কাছাকাছি হয়।

ডেসার্ট এয়ার কুলার

ডেসার্ট এয়ার কুলার একটি বিশেষ ধরনের এয়ার কুলিং সিস্টেম যা সকল স্থানের জন্য প্রযোজ্য না। ডেসার্ট এয়ার কুলার শুধুমাত্র সেই সকল এলাকায় ব্যবহার করা হয় যেখানে বাতাসের আর্দ্রতা খুব কম থাকে এবং তাপমাত্রার পরিমাণ খুব বেশি হয়। এই ধরনের কুলার সাধারনত পানিকে বাষ্পে রূপান্তরিত করে ঘরকে ঠান্ডা করে। বাংলাদেশের জলবায়ু যেহেতু নাতিশীতোষ্ণ তাই এর ধরনের এয়ার কুলার ব্যবহারের প্রয়োজন পরে না।

এসির যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে ।

কোন এয়ার কুলারটি কিনবেন?

এয়ার কুলার কেনার আগে কিছু বিষয় মাথায় রেখে এয়ার কুলার কেনা ভালো। এয়ার কুলার কেনার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে ঘরের আয়তন, ঘরের উচ্চতা, ঘরের ভিতরের ও বাইরের তাপমাত্রা, এয়ার কুলারের পানি ধারণ ক্ষমতা, পরিবেশে বাতাসে আর্দ্রতা। এসকল বিষয় বিবেচনায় রাখলে আপনার প্রয়োজন অনুযায়ী কাংক্ষিত মানের এয়ার কুলারটি কিনতে পারবেন সহজেই।

কুলারের পানি ধারণ ক্ষমতা কি?

প্রত্যেক কুলারের সাথে একটি পানি রাখার জন্য একটি স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে যে খানে পূর্বে থেকে পানি দিতে হয় সেখানে থেকে পানি সংগ্রহ করে ঘরের ভিতরে বাষ্প আকারে সার্কুলেশন করে। এয়ার কুলার কেনার আগে কুলারের পানি ধারণ ক্ষমতা দেখে নেওয়াটা জরুরী। বড় স্থান বা ঘরের জন্য কুলার ক্রয় করতে হলে অন্তত 30-40 লিটার ক্যাপাসিটির এয়ার কুলার কিনতে হবে এবং ছোট ঘরের 20 লিটার ক্যাপাসিটি সম্পন্ন কুলার কেনা ভালো।

এয়ার কুলারের ফিচার

এয়ার কুলারের ফিচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী, ভালো মানের প্যাড থাকা বাধ্যতামূলক। ব্যহারের সুবিধার্থে কুলারে সাথে রিমোট কন্ট্রোল সিস্টেম, অটো ফিল ফাংশন সম্পন্ন কুলার পাওয়া গেলে সেটা কেনা ভালো। এছাড়াও কুলাররের সাথে বরফের জন্য অতিরিক্ত চেম্বার থাকলে ভালো তাহলে দ্রুত ঘর ঠাণ্ডা হয়ে যাবে।

এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ (air cooler price in bd)

ওয়ালটন এয়ার কুলার এর দাম 2023 (walton air cooler price in bd 2023)

Walton WEA-B168M Air cooler price 6,100 taka
Walton WEA-J120C Air cooler price 13,000 taka
Walton WEA-V28R Air cooler price 7,800 taka
Walton WEA-B128R Air cooler price 9,850 taka
Walton WEA-D198R Air cooler price 11,950 taka
Walton WEA-W18R Air cooler price 14,000 taka

ভিশন এয়ার কুলার এর দাম 2023 (Vision air cooler price in bd 2023)

Vision Air Cooler-20H price 13,050 taka
Vision VIS Frosty Air Cooler 20 Liter price 13,950 taka
Vision Evaporative Air cooler-50M price 11,700 taka
Vision Evaporative Air cooler-45 (Super Cool) price 13,950 taka
Vision Evaporative Air cooler 30M ( Iceberg) price 11,250 taka
Vision Evaporative Air cooler-35L (SupperCool) price 12,600 taka
Vision Evaporative Air cooler-35V(SLIM) price 11,250 taka
Vision Air Cooler-Glam-22L price 12,150 taka

গ্রী এয়ার কুলার এর দাম 2023 (Gree air cooler price in bd 2023)

Gree Portable Air Cooler(KSWK-2001DGL) Black price 15,990 taka
Gree Portable Air Cooler(KSWK-2001DGL) White price 15,990 taka
Gree Portable Air Cooler(KSWK-4001DGL) price 17,990 taka
Gree Portable Air Cooler(KSWK-6001DGL) price 19,990 taka
GREE Potable Air Cooler Hot & Cool (KSWK-04S66RDG) price 14,490 taka
GREE KSWK06S61DG (Tower fan & air cooler & humidifier 3 in 1) price 15,990 taka

হানিওয়েল এয়ার কুলার এর দাম 2023 (Honeywell air cooler price in bd 2023)

Honeywell Air Cooler CL151E price 9,500 taka
Honeywell Air Cooler CL30XC price 15,100 taka
Honeywell Air Cooler CL601PM price 20,000 taka
Honeywell Air cooler CS20AE price 15,000 taka
Honeywell Remote Control Evaporative Air Cooler  price 10,000 taka

সিম্ফনি এয়ার কুলার এর দাম 2023 (Symphony air cooler price in bd 2023)

Symphony Air Cooler Diet 8i price 6,900 taka
Symphony Storm 100i Air Cooler price 28,000 taka
Symphony Storm 70i Air Cooler price 23,500 taka
Symphony DiET 22i Air Cooler price 12,100 taka
Symphony Hi Cool I SMART Air Cooler price 13,400 taka

এয়ার কুলার এর দাম 2023 (walton air cooler price in bd 2023)

Industrial Air Cooler price 68,500 taka
80L Commercial Air Cooler price 65,000 taka
Race Air Cooler price 1,399 taka
Arctic Air Enjoy Cool Clean Air price 1,600 taka

উপরোক্ত এয়র কুলারের দাম গুলো সাময়ীক দামের ধারণা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে এর দামের পরিবর্তন হতে পারে। এয়ার কুলার কেনার আগে অবশ্যই এয়ার কুলারের দাম যাচাই করে কিনতে হবে।

By tech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!